অ্যাফিলিয়েট

এফিলিয়েট মার্কেটিং কি (what is affiliate marketing in Bangla)? এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো, কত টাকা আয় করা যাবে এবং কিভাবে এফিলিয়েট মার্কেটিং দ্বারা টাকা আয় করা যায়, এই প্রত্যেক প্রশ্নের উত্তর আমরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো।

Affiliate marketing কি? যদি আপনি একটি ব্লগ বা ওয়েবসাইট চালাচ্ছেন বা আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, তাহোলে এফিলিয়েট মার্কেটিং আপনার জন্য অনলাইনে ইনকাম করার সেরা মাধ্যম হিসেবে প্রমাণিত হতে পারে।

এমনিতে, ব্লগ থেকে টাকা আয় করার এবং ইউটিউবের থেকে অনলাইন ইনকামের অনেক উপায় আমাদের কাছে রয়েছে। সেগুলির মধ্যে, Google adsense সেরা। কিন্তু, এফিলিয়েট মার্কেটিং করে আয় করাটা আজ সব থেকে অধিক লাভজনক এবং ব্লগারদের সবচে প্রচলিত উপায় হিসেবে প্রমাণিত হচ্ছে। (Affiliate marketing Bangla tutorial).

শুরুতেই আমি আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে তাড়াতাড়ি এবং প্রচুর টাকা আয় করার জন্য আপনাদের একটি “ব্লগ“, “ইউটিউবের চ্যানেল” বা “ওয়েবসাইটের” প্রয়োজন হবে।

তবে, আপনার কাছে যদি এমন একটি সোশ্যাল মিডিয়া পেজ বা প্রোফাইল রয়েছে যেখানে আপনার একটি প্রকাণ্ড ফলোয়ার বেস রয়েছে, তাহলে সেখানেও এফিলিয়েট মার্কেটিং করে আনলিমিটেড টাকা রোজগার করতে পারবেন।

তাই আপনি চাইলে একটি ফেসবুক পেজ বা যেকোনো সোশ্যাল মিডিয়া পেজে affiliate marketing করতে পারবেন।

আমাদের সাথে যুক্ত হন